Back

রক্তদাতা রেজিস্ট্রেশন ফর্ম

কেন রক্ত দান করবেন ?

  • রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।
  • রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
  • নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
  • আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। চার বছর ধরে ১২০০ লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিলো।
  • নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
  • প্রতি পাইন্ট (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) রক্ত দিলে ৬৫০ ক্যালরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রক্তদাতাদের তথ্য

ক্রমিক নং ব্লাড দাতার নাম ব্লাডের গ্রুপ মোবাইল ঠিকানা
1 Shawn Solaiman B+ +8800184347457 Shekpara.
2 মোহাম্মদ শাহিন ইসলাম B+ +8801814034903 ১নং সাইট শেখ পাড়া শের আলী সওঃ বাড়ী
3 TAREQ TAJBIN B+ +8801839363766 1no side, Sheikh Para
4 TAREQ TAJBIN B+ 01839363766 1 no side , Sheikh Para
5 Naimul hasan naeem O+ +8801831651540 ১নং সাইট
6 মোহাম্মদ আবু শাহীন O+ +8801816363543 ১ নং সাইড, শেখপাড়া, শেরআলী সওদাগরের বাড়ি, দঃ মধ্য হালিশহর, ধোপার দিঘীর দঃ পাড়, বন্দর, চট্টগ্রাম।
7 Ms Tarek Kaiser Rahat A+ +8801640839914 North Patenga, Patenga, Chittagong
8 Md Noor Sharif Shakil A+ +8801675893348 পূব নিমতলা পি সি রোড বন্দর চট্টগ্রাম
9 মোঃ খালেক B+ +880182514048 ৩৮ নং ওয়ার্ড দুপপুল
10 Shifat Bin akil O+ 01634205521 ১নং সাইট শেখ পাড়া
11 মোহাম্মদ খালেক B+ +8801825140485 ৩৮ নম্বর ওয়ার্ড দুপপুল
12 মোঃ ইউসুফ দিপু A+ +101533572417 দক্ষিণ মধ্যম হালিশহর ১ নং সাইড শেখ পাড়া।
13 মোঃ ইউসুফ দিপু O+ 01831520509 দক্ষিণ মধ্যম হালিশহর ১ নং সাইড শেখ পাড়া।
14 Mohammad shah jamal B+ 01764409112 হালি শহর