কেন রক্ত দান করবেন ?
- রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।
- রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
- নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
- আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। চার বছর ধরে ১২০০ লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিলো।
- নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
- প্রতি পাইন্ট (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) রক্ত দিলে ৬৫০ ক্যালরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রক্তদাতাদের তথ্য
ক্রমিক নং | ব্লাড দাতার নাম | ব্লাডের গ্রুপ | মোবাইল | ঠিকানা |
---|---|---|---|---|
1 | Shawn Solaiman | B+ | +8800184347457 | Shekpara. |
2 | মোহাম্মদ শাহিন ইসলাম | B+ | +8801814034903 | ১নং সাইট শেখ পাড়া শের আলী সওঃ বাড়ী |
3 | TAREQ TAJBIN | B+ | +8801839363766 | 1no side, Sheikh Para |
4 | TAREQ TAJBIN | B+ | 01839363766 | 1 no side , Sheikh Para |
5 | Naimul hasan naeem | O+ | +8801831651540 | ১নং সাইট |
6 | মোহাম্মদ আবু শাহীন | O+ | +8801816363543 | ১ নং সাইড, শেখপাড়া, শেরআলী সওদাগরের বাড়ি, দঃ মধ্য হালিশহর, ধোপার দিঘীর দঃ পাড়, বন্দর, চট্টগ্রাম। |
7 | Ms Tarek Kaiser Rahat | A+ | +8801640839914 | North Patenga, Patenga, Chittagong |
8 | Md Noor Sharif Shakil | A+ | +8801675893348 | পূব নিমতলা পি সি রোড বন্দর চট্টগ্রাম |
9 | মোঃ খালেক | B+ | +880182514048 | ৩৮ নং ওয়ার্ড দুপপুল |
10 | Shifat Bin akil | O+ | 01634205521 | ১নং সাইট শেখ পাড়া |
11 | মোহাম্মদ খালেক | B+ | +8801825140485 | ৩৮ নম্বর ওয়ার্ড দুপপুল |
12 | মোঃ ইউসুফ দিপু | A+ | +101533572417 | দক্ষিণ মধ্যম হালিশহর ১ নং সাইড শেখ পাড়া। |
13 | মোঃ ইউসুফ দিপু | O+ | 01831520509 | দক্ষিণ মধ্যম হালিশহর ১ নং সাইড শেখ পাড়া। |
14 | Mohammad shah jamal | B+ | 01764409112 | হালি শহর |